• আপডেট টাইম : 15/04/2021 11:04 AM
  • 896 বার পঠিত
  • মো, কামরুজ্জামান
  • sramikawaz.com

স্বাভাবিক দিনেই অফিস টাইমে পরিবহন সংকটে পড়তেন পোশাক শ্রমিকরা। তড়িঘড়ি করে বাস-কিংবা রিকশা ভ্যানে করে কারখানায় যেতেন। কিন্তু লকডাউনের প্রভাবে আজকের চিত্র পুরোয় ভিন্ন। কয়েক গুন বেশি ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে তাদের যেতে হচ্ছে কারখানায়। ভোগান্তিতে নাজেহাল পোশাক শ্রমিকরা।


১৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানী, ডিইপিজেড, শ্রীপুর, বাইপাইল ও জামগড়া এলাকায় গিয়ে দেখা যায়, সাত দিনের এই কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শ্রমিকরা ভুগছেন চরম দুর্ভোগে। পরিবহনের অভাবে ভ্যান, রিকসা পিকআপে গাদাগাদি করে করোনার ঝুঁকি নিয়ে কারখানায় যাচ্ছেন শ্রমিকরা। মাঝে মধ্যে বাসের দেখা মিললেও ১০ টাকার ভাড়া ৫০ টাকা ছাড়া যাওয়ার উপায় নেই। এ যেন শ্রমিকদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।


কারখানায় যাওয়ার পথে কথা হয় শ্রমিক সুমনের সাথে। তিনি শ্রমিক আওয়াজকে বলেন, আগে পরিবহন সমস্যা থাকলেও ভাড়া বেশি দেওয়া লাগতো না। কিন্ত লকডাউন দেওয়াতে সড়কে গাড়ি না থাকায় আগের চেয়ে তিন চার গুন তেকে ১০ গুন ভাড়া বেশি ভাড়া দিয়েও রিকশা বা অটো পাচ্ছি না। আমরা খুবই ভোগান্তিতে পড়েছি। সময় মত কারখানায় যেতে না পারলে আবার বড় ঝামেলা হয়ে যাবে।


করোনার কারণে সবচেয়ে বেশি কষ্ট বেড়েছে নারী শ্রমিকদের। বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে কারখানায় যাতায়াতে নানা ধরণের ঝুকি নিয়ে তারা চলাচলা করছেন। এ বিষয়ে কোন কারখানা মালিকদের কোন ভ্রæক্ষেপ নেই; দেখেও না দেখার ভান করছে। অথচ লকডাউনের মধ্যে কারখানা চালু রাখতে শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করতে সরকারের নির্দেশনা আছে। মালিকপক্ষের ভাবনা যেন কারখানা খুলে রাখলেই শ্রমিকরা যে কোনভাবে এসে উৎপাদন করে দেবে। নারী শ্রমিকদের অসুবিধার কথা মালিকরা বিবেচনায় নিতে পারতেন। কিন্তু তারা তা করেননি।


নারী পোশাক শ্রমিক রহিমা বেগম শ্রমিক আওয়াজকে বলেন, আমারা বিশেষ করে নারী শ্রমিক যারা আছি তাদের তো এমনিতেই ভোগান্তির শেষ নাই। এখন লকডাউনের কারনে সেই ভোগান্তি আরো বেড়ে গেছে। সড়কে গাড়ি নেই, যা কয়েকটা রিকশা বা অটো চলছে তাতে হুড়োহুড়ি করে পুরুষ শ্রমিকরা ই আগে উঠে যায়। আমরা সুযোগই পাচ্ছি না। কারখানা খোলা থাকলে আমাদের কোন সমস্যা নাই। কিন্তু কারখানায় পৌছে দেওয়া ও বাসায় ফেরত দিতে পরিবহন ব্যবস্থা করতে হবে। তা না হলে আমাদের ভোগান্তি কখনই কমবে না।


এব্যাপারে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শ্রমিক আওয়াজকে বলেন, আমারা আগে থেকেই দাবি জানিয়ে আসছি শ্রমিকদের জন্য পরিবহন ব্যবস্থা করার। কিন্তু লকডাউনের দ্বিতীয় দিনেও তা সম্ভব হয় নি কর্তৃপ¶ের। এতে শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে। দ্রুতই এমন সমস্যা সমাধানে কারখানা কর্তৃপ¶ের নিকট জোর দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...