• আপডেট টাইম : 13/04/2021 08:11 PM
  • 650 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির ধাক্কায় পারভেজ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ১৩ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার খলিশাকুন্ডি মালিথাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পারভেজ খলিশাকুন্ডি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিশাকুন্ডি মালিথাপাড়া এলাকায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত ভুট্টা বোঝাই ট্রলিকে পেছন থেকে ওভার করার সময় ধাক্কা খেয়ে মোটরসাইকেলের চালক পারভেজ রাস্তায় ছিটকে পড়েন। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, নিহত পারভেজের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রলিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...