• আপডেট টাইম : 13/04/2021 02:05 AM
  • 408 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৯ জনকে ৪ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ১২ এপ্রিল বিকেল সোয়া ৩টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে পিপুলবাড়িয়া, ছিলিমপুর ও খলিসাকুন্ডি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা
স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ৮জন ব্যবসায়ীকে ৩ হাজার ১০০ টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৮৫৬ এর ৬/১২ ধারায় এক ব্যবসায়ীর ১ হাজার ২০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে সরকারী নির্দেশনা না মানায় পৃথক মামলায় ৯জনের অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...