কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক চাপায় সিফাত (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার ০৯ এপ্রিল দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নেয়ামতবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সিফাত কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ছেলিম বিশ্বাসের ছেলে এবং সে নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামত উল্লাহ মাদ্রাসার হাফেজীয়া বিভাগের ছাত্র।
পান্টি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আতিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিফাত জুমা’র নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হরিনারায়ণপুর থেকে পান্টি বাজার গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফাত মারা যায়। এসময় ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পান্টি বাজারে একটি ভ্যানকে ধাক্কা দিলে স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।
এসআই আতিক আরো জানান, ঘটনাস্থল থেকে নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জনতার আটক ঘাতক ট্রাকের চালক লালন ও হেলপার কাশেমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।