• আপডেট টাইম : 08/04/2021 06:13 PM
  • 451 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই গ্রæপে দফায় দফায় সংঘর্ষে কম পক্ষে১৫ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়ি। বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার ০৮ এপ্রিলসকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। পরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু পক্ষ। এতে কম পক্ষে১৫ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তুহিন, শেখ সাইদুল, ইসলাম, শাহজাহান আলী ও আমিরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হযয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ের রয়েছে। জিঞ্জাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...