সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বকেয়া বেতন ও আইনগত পাওনাদি পরিশোধ না করে কারখানা স্থানান্তর, মালামাল ও মেশিন পত্র নিয়ে যাওয়ার চেষ্টা করায় একটি কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন সিলভার গ্যালারী লিমিটেড কারখানার সামনে তারা অবস্থান নেয়।
শ্রমিকরা জানায়, এই কারখানায় প্রায় ৯ শতাধিক শ্রমিক ৩ বছর ধরে কাজ করছে। গত মার্চ মাসের ২৪ তারিখে হঠাৎ কারখানা কতৃপক্ষ মৌখিকভাবে ঘোষণা দেয় কারখানাটি স্থানান্তর করা হবে আশুলিয়ার জিরাবোতে। কিন্তু শ্রমিকরা সবাই কারখানাটির আশেপাশে বাসাভাড়া নেওয়ায় হঠাৎ করে জিরাবো এলাকায় গিয়ে ডিউটি করতে অপারগতা প্রকাশ করে। কারখানা কতৃপক্ষ শ্রমিকদের মতের বিরুদ্ধে তাদের সিদ্ধান্ত মোতাবেক কাযর্ক্রম পরিচালনা করে। পরে শ্রমিকরা আন্দোলন করলে শ্রমআইন ১৩ এর (ক) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেন। শ্রমিকদের দাবি তাদের আইনগত পাওনাদি পরিশোধ না করে কাউকে কিছু না বলেই কারখানা কতৃপক্ষ মেশিনপত্র স্থানান্তর করার চেষ্টা করে। এখবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। তাদের পাওনাদি পরিশোধ করে মালামাল কারখানা থেকে বের করে নিয়ে গেলে তাদের কোন দাবি নাই বলে জানায় শ্রমিকরা।
অবস্থান নেওয়া শ্রমিক রাসেল বলেন, শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কারখানা কতৃপক্ষ গত ১ এপ্রিল সমঝোতা করেন। আগামী ১২ এপ্রিল শ্রমিকদের সকল পাওনাদি বুঝিয়ে দেবে। কিন্তু ১২ তারিখ আসার আগেই আজ তারা কারখানার মালামাল স্থানান্তরের চেষ্টা করে। তিনি বলেন, আমাদের পাওনাদি পরিশোধ না হওয়া পর্যন্ত কোন মালামাল বের করতে দেবো না।
শ্রমিক রনজিৎ বলেন, আমাদের গত মাসের বকেয়া বেতনও পাইনি। বাড়িওয়া জানতে পেরেছে আমাদের কারখানায় ঝামেলা। তারা সবসময় বাড়িভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকানেও বাকি বন্ধ করে দিয়েছে। দোকানদার বলছে তোমাদের বেতন নিয়ে ঝামেলা আছে আর বাকি দিতে পারবো না।
কারখানার অ্যাডমিন অফিসার আরিফ বলেন, গত ১ এপ্রিল শ্রমিকদের সাথে সমঝোতা হয়েছে। আমরা শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে ১২ এপ্রিল তাদের পাওনা বুঝিয়ে দিতে চেয়েছি। আমাদের অর্ডারের মালামাল আগামী ১১ তাারিখে শিপমেন্ট। শ্রমিকরা কাজও করছে না। আমাদের তো কোন না কোন ভাবে শিপমেন্ট দিতে হবে। তাই আজ কারখানায় মালামাল নিতে এসেছি শ্রমিকরা নিতে দিচ্ছে না। কিন্তু মালামাল শিপমেন্ট না করলে তাদের পাওনাদি কিভাবে পরিশোধ করবো এটা শ্রমিকরা বুঝতে চাইছে না।
এব্যাপারে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, শ্রমিকরা অনেক সময় অনেকভাবে প্রতারিত হয়েছে। শ্রমিকরা বিশ্বাস করতে চায় না যে মালামাল বের করলে তারা তাদের পাওনাদি বুঝিয়ে পাবে। এজন্য শ্রমিকরা মালামাল বের করতে দিচ্ছে না। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার।