কুষ্টিয়ায় দ্বিতীয় দিনেও ঢিলে ঢালা ভাবে চলছে লকডাউন। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও ট্রাক, কাভার্টভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক ও সিএনজি চলাচল রয়েছে স্বাভাবিক সকাল থেকেই শহরের পৌরবাজার সহ সবগুলো কাঁচা বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্বের কোন বালাই ছিলনা, ছিলনা অধিকাংশ মানুষের মুখে মাস্ক। একই অবস্থা জেলার ৬ উপজেলতে। এদিকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।