• আপডেট টাইম : 01/04/2021 08:38 PM
  • 638 বার পঠিত
  • মো. কামরুজ্জামান গাজীপুরের থেকে
  • sramikawaz.com

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে জুথী আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার০১ এপ্রিল  ভোরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী সাগর আলী শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত জুথী আক্তার (২০) কুষ্টিয়া জেলার সদর থানার চর মিলপাড়া গ্রামের জিন্না রহমানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফরিদপুর জেলার রাজবাড়ী থানা নিভা কেষ্টপুর পাংশা গ্রামের সাগর আলী শেখের সঙ্গে এক বছর আগে জুথী আক্তারের বিয়ে হয়। নিহত জুথী স্বামীর সঙ্গে কোনাবাড়ী হাউজিং এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গতকাল বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে নিহতের স্বামী জুথীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...