কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
দৌলতপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত, আগুনে পুড়া, পানিতে ডুবা ও সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬৩ জনের মাঝে ৫৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।