সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লেগে জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক শ্রমিক মোহাম্মদ হোসেন (৬৬)।
সোমবার ২২ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন একটি তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জহুরুল খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুর রহমান। তিনি বলেন, নিহত ব্যক্তি আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. হামিম জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।