• আপডেট টাইম : 17/03/2021 03:05 PM
  • 578 বার পঠিত
  • কামরুজ্জামান আশুলয়িায় সাভাররে
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার১৭ মার্চসকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পেছনের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্বাসিয়া মার্কেটের পেছনের এই এলাকায় ছোট ছোট প্রায় ৩ শতাধিক আধা কাঁচা টিন শেডের ঘর রয়েছে। সেখানে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিক থাকেন। সকাল ১০টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এ ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখনো কাজ করছি। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ছাড়া আনুমানিক প্রায় ২০ থেকে ৩০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...