• আপডেট টাইম : 15/03/2021 02:05 PM
  • 538 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

মুজিববর্ষে কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাথীনতা ও জাতীয় দিবস উদ্যানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৗশলী ইফতেখার উদ্দিন জোয়াদ্দার, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস মহি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীজন। সভার শুরুতে মুজিব শতবর্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এরপর ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় করোনা ¯স্ব্যস্থ্যবিধি মেনে উদ্যাপনের বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন তিনি। জাতীয় শিশু দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। সকাল সাড়ে ৮ টায় করোনা ¯^াস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে আতোশবাজী। এছাড়াও মুজিববর্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৬ মার্চ স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।
এছাড়াও সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু’দিন ব্যাপী উদ্যাপনের ল¶্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৫মার্চ স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন। সকাল ৮ টায় করোনা স্ব্যস্থ্যবিধি মেনে শিশু সমাবেশ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় মতামত তুলে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও প্রভাষক শরীফুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস এবং মহান স্বাথীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...