‘আর কি বস্ব এমন সাধ বাজারে, না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে’ চরণ পাই যেন কালে কালে ফেলনা ওতুর অধম বলে’ লালনের এই মর্মবানীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর হেম আশ্রমে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। আত্মশুদ্ধি ও জ্ঞানযোগ আর গুরু কর্মের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীন সাধু ফকির নহির শাহ্র হেম আশ্রমে এ সাধুসঙ্গের আয়োজন করা হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে সাধুগুরু, লালন ভক্ত ও অনুসারীরা যোগ দেন এবং সেখানে তারা বসেন নিজ নিজ আসন পেতে। সাধুসঙ্গ অনুষ্ঠানে ফকির লালন সাঁইজির গীতজ্ঞান সুধা পরিবেশন করেন বাউল-সাধুুবৃন্দ।
প্রবীণ সাধু ও সাধু সঙ্গের আয়োজক ফকির নহির শাহ্র মতে দরবেশ লালন সাঁইজির পথ ও মত ছিল প্রকৃতিবাদী। প্রকৃতিবাদী হয়ে প্রকৃতি সাধানের মাধ্যমে নিজের আত্মসংস্কার করে একজন মহৎ মানুষ হিসেবে গড়ে ওঠার যে মাধ্যম তা হলো সাধুসঙ্গ। আর সাধুসঙ্গের মাধ্যমে লালন সাইজির আত্মদর্শন লাভ সম্ভব বলে মনে করেন এই প্রবীণ সাধু।
সাধু-গুরুর দর্শন পাওয়া এবং মানব সেবার মধ্য দিয়ে মাববিকবোধ জাগ্রত করার জন্য সাধুসঙ্গের আয়োজন করা হয় বলে জানিয়েছে ফরাসি নাগরিক ও লালন ভক্ত দেবরা।
করোনা পরিস্থিতির মধ্যেও সাধুসঙ্গে এসে মানবতার প্রেম ও মানব ভ্রাতৃত্ববোধ জাগ্রত এবং আত্মার শান্তির প্রাপ্তি হয় সাধুসঙ্গের মধ্য দিয়ে বলে মনে করেন সাধুসঙ্গে আসা সাধুরা ।
তবে লালন দর্শনে বিশ্বাসী সাধুদের মতে আত্মশুদ্ধি, আত্মতত্ব র¶া ও সাদা মনের মানুষ হতে হলে গুরু ভক্তির মাধ্যমে সেটা সম্ভব। আর এজন্য আয়োজন করা হয় সাধুসঙ্গের ।
সাধুসঙ্গের ২৪ ঘন্টার প্রহরের শেষ প্রহর পূণ্যসেবা। আর পূণ্যসেবা গ্রহনের মধ্য দিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ হলেও সাধুরা আরো কয়েকদিন রয়ে যাবেন হেম আশ্রমে। আবার অনেকে পরম প্রাপ্তি নিয়ে ফিরেছেন নিজ নিজ ধামে।