• আপডেট টাইম : 11/03/2021 11:06 PM
  • 574 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে সকলকে সচেতন ও আন্তরিক হওয়ার আহŸান জানিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়নশীল বাংলাদেশ ২০৪১ সালের উন্নত দেশে পরিণত হবে। আর সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমাদেরও ¯^ ¯^ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি মাদকের বিষয়ে বলেন, কোন পরিবারে কেউ মাদকাশক্ত ব্যক্তি থাকলে সেই পরিবারের লোকজনই বুঝে তার জ্বালা। তাই নিজেদের মাদক মুক্ত থাকতে ও সমাজকে মাদকমুক্ত রাখতে পার্শ্ববর্তী দেশ থেকে আসা মাদক গ্রহণ না করে তা বর্জন করতে হবে। তা’হলে তারা আর বাংলাদেশে মাদক দিবে না। সেক্ষেত্রে আমারদেরকে সচেতন ও আন্তরিক হতে হবে। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করার আহŸান জানান। শেষে তিনি দৌলতপুরে এসে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করে মতবিনিময় সভার আলোচনায় যেসব বিষয়গুলির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, পর্যায়ক্রমের তা সমাধানের আশ্বাস দেন।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুরের সর্বস্তরের প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এসব কথা বলেন। মতবিনিময় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন, সাংবাদিক রনি আহমেদ, ফিরোজ কায়সার ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব শামীম খান। মতবিনিয় সভা পরিচালনা করেন দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে মতবিািনময় সভা শুরু হয়। এরআগে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।


মতবিনিময় সভায় যোগদানের আগে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...