• আপডেট টাইম : 10/03/2021 03:06 PM
  • 527 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত নিহত হয়েছেন। বুধবার ১০ মার্চ সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ির পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ি ভাঙচুর ও কৃষক আমির আলীর ফসল নষ্ট করে।

আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।’

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...