কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার ০৭ মার্চ সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল ইসলাম। পরে কুষ্টিয়া প্রেসক্লাব, বিভিন্ন স্কুল ও কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তক অর্পণ করে দিবসটি পালন করে। পরে সকাল ৯ টায় ডিসি কোর্ট চত্বর মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুরেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রদ্ধিা শ্রদ্ধা জানানো হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর আওয়ামী লীগ, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর শিল্পকলা একাডেমি, ছাত্রলীগ ও আলোর মিছিল সহ বিভিন্ন সংগঠন ও দপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর ১ মিনিট নীরবতা ও বিশেষ দোয়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাওছার আলী, আব্দুস সোবহান ও দৌলতপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.