‘প্রতিরোধে বাঁচবে জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ রোববার ২৮ ফেব্রয়ারী সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের আয়োজনে হসপিটাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, হসপিটালের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান টরলিন, সিনিয়র ডাঃ লাল মোহাম্মদ প্রমুখ। এ সময় হসপিটালের সুধীজন, সেবাগ্রহীতাসহ প্রায় ৩ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা ডায়াবেটিক রোগ বৃদ্ধি রোধে সচেতনতা বিষয়ক করোনীয় ও করোনা ভ্যাকসিনের উপকারী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও সকলকে করোনা টিকা নেওয়ার আহ বান জানান। অপরদিকে কুষ্টিয়ার ভেড়ামারাতেও ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় একটি পদযাত্রা বের করা হয়। ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি ও ভেড়ামার উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এবং ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু’র নেতৃত্বে পদযাত্রা ভেড়ামারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা ডায়াবেটিস সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ। এছাড়াও পদযাত্রায় অংশ নেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।