• আপডেট টাইম : 28/02/2021 01:32 AM
  • 434 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নীলফামারীতে নৈশ কোচের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

হতাহতরা সবাই উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিক বলে সদর থানার এসআই পরিতোষ বর্মণ জানান।

নিহত মশিউর রহমান (৪০) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা মুন্সিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এসআই পরিতোষ প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, শনিবার২৭২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী শহর থেকে ১২ জন শ্রমিক নিয়ে অটোরিকশাটি উত্তরা ইপিজেডে যাচ্ছিল। সংগলশী কামারপাড়া এলাকায় নীলফামারী-সৈয়দপুর সড়কে ঢাকা থেকে আসা জিসা পরিবহনের একটি নৈশ অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে সবাই আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখানে মশিউর রহমান মারা যান।


হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় বলেন, মশিউর রহমান হাসপাতালের জরুরি বিভাগে আনার হলে মারা গেছেন। অন্যদের মধ্যে বেবী আকতার (২৮), শাহিনা বেগম (২৫) ও ইলিয়াস হোসেনের (২৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথামিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

অন্য আটজনকে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সদর থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী বলেন, পুলিশ অটোরিকশাটি ও হাসপাতাল থেকে নিহত মশিউর রহমানের মরদেহ উদ্ধার করে থানায় এনছে। নৈশ কোচটি আটক করা হয়েছে। তবে চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সুত্র ,বিডিনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...