• আপডেট টাইম : 25/02/2021 06:42 PM
  • 566 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা করোনা টিকা নিয়েছেন। আজ বৃহস্পতিবার ২৫ ফেব্রয়ারীসকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। প্রথমে টিকা নেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকতা খন্দকার সহিদুর রহমান এবং সমবায় দপ্তরের তিন কর্মকর্তা।
টিকা গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এটা অন্যান্য টিকার মতোই নিরাপদ টিকা। এ টিকা নির্ভয়ে নেওয়া যায়। তিনি সকলকে টিকা গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, করোনা টিকা গ্রহণ করুন, নিজে সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষা দিন।
উল্লেখ্য, দৌলতপুরে করোনা টিকাদান কার্যক্রমের প্রথমদিকে সাধারণ মানুষের আগ্রহ কম থাকলেও এখন আগ্রহ বেড়েছে এবং প্রতিদিনই সব শ্রেণী পেশার মানুষ টিকা নিতে টিকা কেন্দ্রে ভিড় করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...