• আপডেট টাইম : 24/02/2021 10:16 PM
  • 682 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল ও গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ বুধবার ২৪ ফেব্রয়ারী বিকেল সাড়ে ৫টার দিকে গরুড়া মাঠে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা সহ বাহাদুর সরদার (২৮) ও সিদাম বিশ্বাস (৩৩) নামে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র টহল দল। আটক মাদক ব্যসায়ীরা মথুরাপুর আশ্রয়ন এলাকার বাবুল সরদার ও বৈরাগীরচর এলাকার ইয়ার বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিওপি’র টহল দল আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মাঠে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাহাদুর সরদার ও সিদাম বিশ্বাসকে ২৮ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। এসময় গরুড়া ফুটানিবাজার এলাকার অহেদ আলীর ছেলে অপর মাদক ব্যবসায়ী কালাম (৩০) পালিয়ে যায়। পরে আটক ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোর্প করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...