• আপডেট টাইম : 23/02/2021 03:38 PM
  • 592 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

ঘাতকদের ছোড়া বুলেটে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার২৩ ফেব্রয়ারী বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বরে প্রবীন সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সর্বস্তরের সাংবাদিকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক দলের গ্রæপিং দ্বন্দে সংঘর্ষের চিত্রধারণ ও সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকালে বুলেটবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার তাদের বিচার করতে হবে। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়ে সংহতি জানান।
গণমাধ্যমকর্মী হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মজিবুল সেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমামুন সাগর, সাংবাদিক মুকুল খসরু, সংহতি জানিয়ে বক্তব্য দেনা সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক কনক চৌধুরী, জাসদ নেতা কারশেদ আলম ও আহম্মেদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...