হল, ক্লাস ও পরীক্ষা চালুর দাবীতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েশিক্ষাথীরা সংবাদ সম্মেলন, ও বিক্ষোভঅবস্থান ধর্মঘট পালন করেছে। শিক্ষাথীরা বলেন, একটাই দাবী আজই হল চালু করতে হবে, সাথে স্থগিত চলমানপরীক্ষা বন্ধের ঘোষনা বাতিল করতে হবে। আর আগামী ১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বা ভাবিক করতে হবে। শিক্ষাথীরা জানান, তারা বর্তমানে ক্যাম্পাসের বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন, মফ¯^ল এলাকা হওয়ায় বিশেষ করে নারী শিক্ষথী দেরনিরাপত্তা নিয়ে তারা চরম শংকা প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার ২৩ ফেব্রয়ারী বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে শিক্ষথীরা সংবাদ সম্মেলন করেন। এরপর তারা সেখান থেকেবিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করে। সেখানেও তারা আজই হল চালুর দাবীতে বিভিন্নশ্লো গান দিয়ে বিক্ষোভ করেন। পরে তারা প্রশাসন ভবনের নিচে বসে অবস্থান ধর্মঘট পালন করেন।