• আপডেট টাইম : 10/02/2021 06:51 PM
  • 594 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে ১১ কেভি বিদ্যুৎ লাইনের আপ গ্রেডেশনের কাজ চলাকালীন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার সময় অসাবধানতাবসত খুঁটি পড়ে চাপা খেয়ে আকরাম হোসেন (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ বুধবার ১০ ফেব্রয়ারী দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সরূপদহ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আকরাম হোসেন এলাকার মন্ডলপাড়ার ইমান আলীর ছেলে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সুত্রে জানা যায়, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মিরপুর উপজেলার ১১ কেভি বিদ্যুৎ লাইনের আপ গ্রেডেশনের কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসি এন্টারপ্রাইজ। বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ করার সময় ওই পথ দিয়ে ভ্যান নিয়ে চালক আকরাম হোসেন যাচ্ছিলেন। শ্রমিকদের অসাবধানতায় একটি বৈদ্যুতিক খুঁটি আকরাম হোসেনের মাথায় পড়লে তার তলে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান অদক্ষ শ্রমিক দিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করানোর ফলে এমন ঘটনা ঘটেছে।
মেসার্স হাসি এন্টারপ্রাইজের ঠিকাদার মোজাম্মেল হক জানান, সরূপদহ এলাকায় ২২জন লোক কাজ করছিলো। বৈদ্যুতিক খুঁটি পড়ে স্থানীয় একজন মারা গেছেন বিষয়টি আমি শুনেছি।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যদি অদক্ষ শ্রমিক দিয়ে কাজ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন গাফিলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...