• আপডেট টাইম : 08/02/2021 01:39 AM
  • 444 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৮ ফেব্রয়ারি বিকেল ৪টায় কুষ্টিয়া শেখ কামাল ষ্টেডিয়ামে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ম্যারাথন উদ্বোধন শেষে শেখ কামাল ষ্টেডিয়াম থেকে অংশগ্রহনকারীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মোহিনী মিল মাঠে গিয়ে শেষ হয়। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, সেনা বাহিনী কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও রেজিষ্টেশনকারীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুরে মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন শিরনামে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যরাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় দৌলতপুর সেন্টারমোড়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। দৌলতপুর সেন্টারমোড় থেকে ম্যারাথন শুরু হয়ে দৌলতখালী হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। ৫ কি. মি. ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি সহ ৭০০জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতায় মুস্তাফিজুর রহমান ২৩ মিনিট সময় নিয়ে বিজয়ী হোন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...