• আপডেট টাইম : 08/02/2021 07:18 PM
  • 600 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাদুল্লাপুর থানার এসআই এসএম রেজাউর রহমান রেজা জানান, সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের ঘাঘট নদী সংলগ্ন সড়ক থেকে মেহেরুল ইসলাম নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মেহেরুল ওই গ্রামের আজল হকের ছেলে।

নিহেতের চাচা শহিদুল ইসলাম জানান, মেহেরুল তার বাবা-মাসহ ঢাকার নারায়ণগঞ্জে আসেন। সেখান থেকে গত ৭-৮ দিন আগে আবার বাড়ি ফিরে যান। এরপর গত ৪-৫ দিন আগে সাদুল্লাপুর উপজেলা সদরের সরকারি কলেজ রোডের রোমেন চন্দ্র সরকারের হোটেলে কাজ নেয়।


হোটেল মালিক রোমেন চন্দ্র সরকার বলেন, “রোববার রাত ৮টার দিকে হোটেল থেকে মেহেরুল বাড়ি চলে যায়। এরপর সকালে তাকে কাজের জন্য ডাকতে গেলে মেহেরুলের দাদি জানান যে, গত রাতে সে বাড়ি ফেরেনি।”

এসআই রেজাউর জানান, সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় মেহেরুলের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “মেহেরুলের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গাছের ডালের সঙ্গে তার লাশ ঝুলানো ছিল। এছাড়া শরীরের অন্য কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, ময়নাতদন্তের প্রতিনিধি পেলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...