কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ সাংবাদিক জাহাঙ্গীর আলম উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন।
৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যশোর বেনাপুল হয়ে তিনি ভারতে প্রবেশ করেন। লিভার সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে আসুস্থ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি সস্ত্রীক ভারতে যান। দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৌলতপুর প্রেসক্লাবের সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।