• আপডেট টাইম : 03/02/2021 04:25 PM
  • 581 বার পঠিত
  • বিশেষ প্রতিনিথি কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। আজ বুধবার ০৩ ফেব্রয়ারি ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, যশোর জেলা পাঁচবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ (৩৬) ও একই এলাকার খয়ের উদ্দিনের ছেলে ইয়ামিন (৩২)। নিহতরা সম্পর্কে শালা ও দুলাভাই।
ভেড়ামারা থানা পুলিশ সূত্র জানায়, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভেড়ামারা বারোমাইল নামক স্থানে রেখে পিকআপের ভেতর ঘুমিয়ে পড়েন পিকআপের চালক রাশেদ ও হেলপার ইয়ামিন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা পিকআপকে ধাক্কায় দেয়। ট্রাকের ধাক্কায় পিকআপে ঘুমিয়ে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...