কুষ্টিয়া ও দৌলতপুরে র্যাবের পৃথক অভিযানে ৭৭ গ্রাম হেরোইন ও ৩৪৩ পিস ইয়াবা সহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার ২৭ জানুয়ারী দুপুর ১.৩০টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ এলাকার আব্দুর রহমান প্রামানিকের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মো. সালাউদ্দিন (৩৫) ও ফয়সাল আহমদ পাপ্পু (২৭) কে আটক করে। এরা পূর্ব মজমপুর এলাকার মৃত একরামুল হক ও মৃত জহুরুল ইসলামের ছেলে। পরে তাদের বিরুদ্ধে মাদক অঅইনে মামলা দিয়ে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে র্যাব।
অপরদিকে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭৭ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম (৩৫) কে আটক করেছে। সে একই এলাকার মৃত রাহাতুল্লার ছেলে। একইদিন রাত সাড়ে ১০টার দিকে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) কে আটক করেছে। সে একই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে জনৈক রয়েল খাঁনের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৭৭ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম কে আটক করে। একইদিন রাতে অপর অভিযানে আদাবড়িয়া ইউনিয়নের ডাংমড়া গ্রামের ডাংমড়কা-আদাবাড়ী পাঁকা রাস্তা থেকে ১৪৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে। পৃথক অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।