• আপডেট টাইম : 23/01/2021 05:01 PM
  • 605 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার' এই শ্লোগানে মুজিববর্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও ১৫৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ বা ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ শনিবার ২৩ জানুয়ারি বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র সুবিধাভোগিদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ও মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মুজিব শতবর্ষ উপল¶ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৩৩৮ ঘর নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে প্রথম পর্যায়ে আজ ১৫৭টি ঘরের চাবি ও দলিল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ১৫৭টি ঘরের মধ্যে মিরপুরে ৫৬টি, ভেড়ামারায় ১০০টি ও কুষ্টিয়া সদরে ১টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...