কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলকালে গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে ভাটা মালিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এনিয়ে একজন ভাটা মালিক ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চালানো হবেনা সেজন্য ওই গণমাধ্যম কর্মীদের মোটা অংকের টাকা দিয়েছিলেন তিনি। গণমাধ্যম কর্মীদের টাকা দেওয়ার পরও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ডাংমড়কা এলাকায় তার ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করায় ওই ভাটা মালিক চরমভাবে ক্ষুব্ধ হয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং গণমাধ্যম কর্মীদের কাছে টাকা ফেরত চান। অবস্থা বেগতিক দেখে টাকা নেওয়া গণমাধ্যম কর্মীদের মধ্যে একজন অর্ধেক টাকা ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। শোনাগেছে বাঁকী টাকা ফেরত নিতে কথিত ওই গণমাধ্যম কর্মীর বাড়িতে গিয়েছিলেন ওই ভাটা মালিক। এদিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে ভাটা মালিকদের সাথে গণমাধ্যম কর্মীদের অনৈতিক চুক্তি করার বিষয়টি নিয়েও ইটভাটা মালিক সহ অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে ভাটা মালিকদের পাশাপাশি কথিত ওইসব চাঁদাবাজ গণমাধ্যমকর্মীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বুধবার দিনভর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে দৌলতপুরের বিভিন্ন এলাকার অবৈধ ১২টি ইটভাটা মালিককে ৬৯ লাখ টাকা জরিমানা করেছেন। ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় অবৈধ সব ইটভাটায় কাঠ পুড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। একইসাথে অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এছাড়াও গত ১৮ জানুয়ারী সোমবারল১৮ জানুয়ারী ভ্রাম্যমান আদালত দৌলতপুরের সোনাইকান্দি এলাকার নজরুল ইসলাম, ¯^রুপপুর এলাকার আব্দুস সাত্তার ও বজলুর রহমান কটার ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।