• আপডেট টাইম : 22/01/2021 05:10 PM
  • 673 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে মালিকপক্ষের গড়িমসির কারণে বন্ধ হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা চালুর বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে। এনিয়ে আকিজ বিড়ি কারখানার শ্রমিকরা কয়েক দফা দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনার টেবিলে বসেছেন। তবে বিড়ি কারখানা কবে চালু হবে সে বিষয়টি নিশ্চিত হতে পারেননি তারা। ফলে আকিজি বিড়ি কারখানার সাথে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর দিন যাপন করছে।
আকিজ বিড়ি কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, আকিজ বিড়ি কারখানায় কাজ করে দিনাতিপাত করতে হয়। বিড়ি কারখানায় কাজ করার কারনে অন্য কোথাও কাজও করতে পারিনা। তাই বিড়ি কারখানা বন্ধ থাকলে না খেয়ে থাকতে হয়। অবিলম্বে বিড়ি কারখানা চালু দাবি জানান তারা।
বিড়ি কারখানা চালুর বিষয়ে হোসেনাবাদ আকিজি বিড়ি কারখানার ম্যানেজার পলাশ আহমেদের কাছে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এরআগে ম্যানেজারের নির্দেশে শ্রমিকদের ওপর পুলিশের শুলি চললে গুলিতে কারখানার শ্রমিক গুলিবিদ্ধ হ’ন। এরফলে শ্রমিক অসন্তোষ দেখা দিলে তা নিরসন না করে কারাখানা কতৃপক্ষ আকিজি বিড়ি কারখানা বন্ধ করে দেন। সেসময়ও একাধিকবার ম্যানেজার পলাশ আহমেদকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভি করেননি। শ্রমিকদের দাবি আকিজ বিড়ি কারাখানার ম্যানেজার পলাশ আহমেদের কারণেই এবং তার শ্রমিক বিরোধী মনোভাবের ফলে মাঝে মধ্যেই কারাখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। তাই তারা আকিজ বিড়ি কারখানা থেকে ম্যানেজার পলাশ আহমেদের অপসারণ দাবি করেন।
এদিকে হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা চালুর বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এমপি স্যার আকিজ বিড়ি কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে ফিরলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।
অপরদিকে হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা চালুতে গড়িমসির কারণে শ্রমিকরা আগামী ২৪ জানুয়ারী ফের আন্দোলনে যাবার ঘোষনা দিয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারী সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর কয়েকজন শ্রমিক ঢোকার চেষ্টা করে। কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় প¶ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে কারখানার অপর ম্যানেজার আমিনুর রহমান পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নি¶েপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয়। সড়ক অবরোধের ফলে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। পুলিশের গুলিতে হোসেনাবাদ গইড়ি পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শ্রমিক শিপলু (৩৫) পিঠে গুলিবিদ্ধ সহ ৫ শ্রমিক আহত হন। সেসময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে ৫দিন সময় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে নির্ধারিত ময় পেরিয়ে গেলেও কারখানার চালুতে গড়িমসি হওয়ায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...