কুষ্টিয়ায় ৬ ইটভাটা মালিককে ১৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার ১৮ জানুয়ারী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জরিমানার এ অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারী ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন না মেনে কয়লার পরিবর্তে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর দায়ে কুষ্টিয়ার দৌলতপুরের সোনাইকান্দি গ্রামে নজরুল ইসলামের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটা মালিককে ৫ লক্ষ টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এরপর উপজেলার ¯^রুপপুর গ্রামে আব্দুস সাত্তার ও তার ছোটভাই বজলুর রহমান কটার ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে ৩ লক্ষ টাকা করে উভয় ইটভাটা মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এরআগে দুপুরে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া সহ বিভিন্ন এলাকার ইটভটায় অভিযান চালিয়ে ইটভাটা মালিক মুকুল হোসেন, আব্দুল কাদের ও মুকুলকে সরকারী ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন না মেনে কয়লার পরিবর্তে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর দায়ে ৭লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান।
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সহ র্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।