রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুবাহান (১৯) নামের এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। সোমবার ১৮ জানুয়ারি দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক মনির হোসেন জানান, ঢাকেরশ্বরী মন্দিরের বিপরীত পাশে দিলীপ লেদ ওয়ার্কশপে কাজের জন্য হাতুড়ি আনতে যান সুবাহান। এ সময় তিনি অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ৩০/৮, দেবিদাসঘাট লেন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সুবাহান। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।