কুষ্টিয়ার দৌলতপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দ হওয়া ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোসেনাবাদ এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে গৃহনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসু। উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ স্থানীয় সুধীজন।
‘আশ্রয়ের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার’ এই প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের দৌলতপুরের জন্য বরাদ্দ হওয়া ৬১টি ঘর নির্মিত হবে। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দৌলতপুরের অসহায়, দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘরগুলি বরাদ্দ দেওয়া হবে।
্উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় মোট ৩০৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পাবেন। এরমধ্যে প্রথম পর্যায়ের ১৫৭টি ঘরের মধ্যে ভেড়ামারায় ১০০টি, মিরপুরে ৫৬টি এবং কুষ্টিয়া সদরে ১টি রয়েছে। দ্বিতীয় পর্যায়ের ১৪৮টি ঘরের মধ্যে দৌলতপুরে ৬১টি, কুমারখালী ৫৭টি এবং খোকসায় ৩০টি ঘর রয়েছে, যার নির্মান কাজ চলমান রয়েছে।