• আপডেট টাইম : 13/01/2021 12:19 AM
  • 563 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’ লালন সাঁইজীর এ বানীকে প্রতিপাদ্য করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নিভৃত পল্ল¬¬ী পাককোলা গ্রামের আনন্দধামে অনুষ্ঠিত হয়েছে ৪৫তম গুরুবার্ষিকী সাধুসঙ্গ ও লালন স্মরণোৎসব। সোমবার ১২ জানুয়ারী পূণ্য সেবা গ্রহনের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী সাধুসঙ্গ ও লালন স্মরণোৎসব শেষ হয়েছে। তবে অনেক সাধু ও লালন অনুসারী এখনও রয়ে গেছেন আনন্দধামে। রোববার বিকেল সন্ধ্যায় সাধুসঙ্গের ২৪ঘন্টার অধিবাস শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় জ্ঞান রতœকর ফকির লালন সাঁইজীর জীবলীলা স্মরণ, গুরু কর্ম ও যন্ত্র ছাড়া খালি কন্ঠে সম্মিলিত ভাবে ভক্তি মিনতি। চা বিরতির পর দৈন্য গান পরিবেশিত হয়। রাত ৯টায় আমন্ত্রিত শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় লালন সাঁইজীর গীতজ্ঞানসুধা পরিবেশন এবং তা চলে গভীর রাত পর্যন্ত। প্রবীন সাধু দরবেশ ফকির নহির শাহ্র মতে, এখানে প্রত্যেকে তাদের ব্যক্তিগত ¯^ার্থ ত্যাগ করে একাত্মতা ঘোষনা করে। আর সাধুসঙ্গের উদ্দেশ্য হলো সকল দ্বেষা দ্বেষি শুন্য একটি সমাজ গঠন করা, আর সে সমাজের মধ্য দিয়ে পরম স্রোষ্টার প্রাপ্তিই একমাত্র পথ। রোববার সন্ধ্যায় সাধুদের আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে আনন্দধামে ৪৫তম গুরুবার্ষিকী বা সাধুঙ্গেগর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আগত বরেণ্য বাউল শিল্পিবৃন্দ। সাধুসঙ্গের মূল আয়োজন শেষ হলেও আনন্দধামে আরও কয়েকদিন রয়ে যাবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধু-গুরুগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...