• আপডেট টাইম : 11/01/2021 05:10 PM
  • 611 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ময়মনসিংহের ভালুকায় পেপার্স মিলের কারখানায় মেশিনের ফ্যানে কেটে মেহেদী হাসান (২১) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত মেহেদী হাসান উপজেলার পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার ১১ জানুয়ারি ভোরে উপজেলার কাশর গ্রামের ভূঁইয়া পেপাস মিলের কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, উপজেলার কাশর গ্রামের ভূঁইয়া পেপার মিলে চলতি মাসের সাত তারিখে মেহেদী হাসান শ্রমিক হিসেবে যোগদান করেন।

তিনি সিসিটিভি ফুটেজ দেখে বলেন, ভোরে কিছু শ্রমিক কারখানায় কাজ করছিল। এ সময় এক শ্রমিক কারখানার মেশিনের ফিতার উপরে বড় আকারের একটি কাগজের বান্ডেল রেখে চলে যান। তখন সবার অজান্তে মেহেদী হাসান ফিতার ওপর রাখা বান্ডেলের ভেতর ঢুকে ঘুমিয়ে পড়েন।

প্রায় ২০ মিনিট পরে মেশিনের ফিতা ঘুরে বান্ডেলটি মেশিনের ভেতর ঢুকে যায়। এতে মেশিনের ফ্যানের পাখায় কেটে মেহেদীর মৃত্যু হয়।

পুলিশ এ বিষয়ে কাজ করছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভূঁইয়া পেপার্স মিলের এডমিন কর্মকর্তা আব্দুর রহিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সুত্র,জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...