কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে কারখানার শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে ১০ জানুয়ারী শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং শ্রমিকদের বিভিন্ন দাবিতে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা দিনভর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরে দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে তাদের দাবির বিষয়ে কারাখানা কতৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
গুলিবর্ষণের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারা আত্মর¶ার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। গুলিতে একজন শ্রমিক আহত হয়েছেন। সড়ক অবরোধকারী শ্রমিকরা বিকেলে হোসেনাবাদ বাজার থেকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি ¯^াভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে বলেও তিনি জানান।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আকিজ বিড়ি ফ্যাক্টরীর কতৃপক্ষের সাথে আন্দোলনরত শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। পরে কুষ্টিয়া-প্রাগপুর-মহিষকুন্ডি সড়কে যান চলাচল ¯^াভাবিক হয়।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, শ্রমিকদের সাথে কথা বলে ৫দিন সময় নেওয়া হয়েছে। এরমধ্যে আকিজ বিড়ি কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়গুলি আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে আজ রোববার (১০ জানুয়ারী) আকিজ বিড়ি কারখানার ম্যানেজার পলাশ আহমেদকে কারখানায় দেখা যায়নি। তবে কারখানার শ্রমিকরা ম্যানেজার পলাশ আহমেদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, বিনা কারণে শ্রমিকদের ছাটাই, শ্রমিকদের কাজ নির্দিষ্ট করে দেওয়া, শ্রমিকদের সাথে সর্বদা অসদব্যবহার করে থাকেন ম্যানেজার পলাশ আহমেদ।
উল্লেখ্য, শনিবার সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর কয়েকজন শ্রমিক ঢোকার চেষ্টা করে। কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় প¶ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুর রহমান পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নি¶েপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয়। সড়ক অবরোধের ফলে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। পুলিশের গুলিতে হোসেনাবাদ গইড়ি পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শ্রমিক শিপলু (৩৫) পিঠে গুলিবিদ্ধ সহ ৫ শ্রমিক আহত হন।