• আপডেট টাইম : 23/12/2020 08:15 PM
  • 620 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

‘সোনালী আঁেশর সোনার দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতায় পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের’ আওতায় এ পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। ঢাকা পাট অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আরশাদ ইমাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী চাষী প্রশিক্ষণে অংশ নেন।
দৌলতপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দৌলতপুরের আয়োজনে চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ ও মাঠ পর্যায়ের চাষীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...