• আপডেট টাইম : 05/12/2020 11:36 PM
  • 566 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com


কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিলে ভাংচুর করে তারা। পরে রাত পৌনে ৯টার দিকে মজমপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ জানান, সন্ধ্যার দিকে একদল যুবক মিছিল করে এসে বিএনপি অফিসে ভাঙচুর চালায়। এসময় তিনি অফিসে ছিলেন না। তিনি একটি শোক সভায় যোগ দিতে গিয়েছিলেন। টেলিফোনে খবর পেয়ে অফিসে এসে ভাংচুরের দৃশ্য দেখেন।

মেহেদী আহমেদ রুমী বলেন, অফিসের চেয়ার টেবিল এবং খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত মামুনুর রশীদ বলেন জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়া শহর। সন্ধ্যার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...