• আপডেট টাইম : 26/11/2020 12:23 AM
  • 546 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের দুই সদস্যকে আটকসহ ৮টি জাল দলিল জব্দ করেছ কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বুধবার ২৫ নভেম্বর বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা রেজিষ্ট্রার কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত. আবেদ আলীর ছেলে সদর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং তার সহকারী শিপন (২২)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহিতার মধ্যে হস্তান্তরে সম্পাদিত ৮টি জাল দলিল উদ্ধার ও জব্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে দলিলগুলি জাল দলিল হিসেবে চিহ্নিত হওয়ায় এর সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে এই চক্রের মূলহোতা বা আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাবাদ করলে পাওয়া যাবে। আটকদের বিরুদ্ধে দলিল জালিয়াতির দায়ে অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...