• আপডেট টাইম : 22/11/2020 02:55 AM
  • 566 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ জনকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

২০ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কল্যানপুর বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ১২ জনকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ৭টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ৫টি মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড করেন। একইসাথে সরকারী নির্দেশনা অনুযায়ী শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...