• আপডেট টাইম : 18/11/2020 04:01 AM
  • 684 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

জাল ভিজিডি কার্ডের মাধ্যমে চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিদষের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর নামে আদালতে মামলা করেছেন মো. মুন্না পিতা আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলী (দৌলতপুর) আদালতে এ মামলা করেন তিনি। আদলাতের বিচারক এনামুল হক মামলাটি এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরী করেন। চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে দুস্থদের জন্য বরাদ্দ হওয়া সরকারী চাল নিয়মতি আত্মসাত করেন। রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি স্থানীয় পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশ হলে তিনি স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে। তার কার্ড নম্বর ৫১। এ বিষয়ে তিনি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে চেয়ারম্যান কোন সদুত্তোর দেননি। এ ঘটনায় ভুক্তভোগি ওই নারীর পক্ষে তার ভাই মো. মুন্না মঙ্গলবার চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসি জহুরুল আলমকে নির্দেশ দেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...