• আপডেট টাইম : 03/11/2020 04:36 PM
  • 621 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ এ্যাম্বুলেন্সের ৫জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১জন। হতাহতদের বাড়ি নড়াইল জেলায়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি থানার লক্ষীপুর এগারমাইল ব্রীজের কাছে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ এ্যাম্বুলেন্সের ৫জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১জন।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এ্যাম্বুলেন্সটি’র সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চালক সহ এ্যাম্বুলেন্সে থাকা ৫জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হ’ন এবং আহত হ’ন একজন। তবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলে ওসি মুস্তাফিজুর রহমান জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...