• আপডেট টাইম : 01/06/2023 02:23 AM
  • 170 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ফরিদপুরের সদরপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বুধবার ৩১ মে দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাবেদ খান ২৩, জুলহাস ২৪ ও অন্তর শেখ ২২। আহত যুবকের নাম নজরুল ইসলাম ৩০।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে সেতু নির্মাণের জন্য মাটি খননকাজ চলছিল। শ্রমিকরা ওই সময় সেতুর নিচের অংশে পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ সেতুর পূর্ব পাশের মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপায় জাবেদ, জুলহাস ও অন্তর নিহত হন। আহত হন নজরুল ইসলাম। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঠিকাদার ইমতিয়াজ আসিফের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মাটিচাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...