• আপডেট টাইম : 16/12/2025 07:18 PM
  • 252 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com

রসুনের ক্ষেত্রে মুরগি যাওয়ার জেরে সৃষ্ট কলহের জেরে হাফিজুল (৪০) নামে একজন খুন হয়েছেন।

১৬ ডিসেম্বর আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল একই এলাকায় মৃত. নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের শরীরে আঘাত করলে গুরুত্ব আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকান্ড ঘটেছে। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...