কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হল ভারোত্তোলন প্রতিযোগিতা। আর এপ্রতিযোগিতা দেখতে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।
১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রামের সহজ সরল মানুষের কাছে ভারোত্তোলন খেলা তুলনামূলক নতুন হলেও প্রতিযোগিতা দেখতে ছোট-বড় সব বয়সী দর্শকরা ভিড় করে।
প্রতিযোগীদের শরীরের ওজন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে এ খেলার আয়োজন করা হয়। দেশের নামকরা ভারোত্তোলকদের অংশগ্রহণে প্রতিযোগিতা গ্রামবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
প্রতিযোগিতা দেখতে আসা নাবিল হোসেন নামে এক ক্ষুদে দর্শক বলেন, আগে কখনো এমন খেলা দেখিনি। গ্রামে নতুন একটি খেলা দেখতে পেরে খুব ভালো লাগছে। এখন গ্রামে উপভোগ করার মতো তেমন খেলাধুলা হয় না।
সাকিব নামে অপর এক দর্শক বলেন, দেশসেরা ক্রীড়াবিদদের নিয়ে গ্রামে এ ধরনের আয়োজন আগে কখনো হয়নি। নতুন এই খেলাটি দেখে আমরা সবাই আনন্দিত।
আয়োজকদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের খেলাধুলা গ্রামে আরও জনপ্রিয় করে তোলা সম্ভব।
ভারোত্তোলন প্রতিযোগিতায় দেশের সেরা ৮ জন ভারোত্তোলক অংশ নেয়। খেলায় শরীরের ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কে কত কেজি ওজন তুলতে পারে, তা দর্শকদের সামনে প্রদর্শন করা হয়।
প্রতিযোগিতায় সর্বোচ্চ শক্তির প্রদর্শন করে আব্দুল ওহাব নামে এক প্রতিযোগি ১৫০ কেজি ওজন তুলে প্রথম হোন।
প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়রা বলেন, দর্শকদের আনন্দ দিতে পারলে আমাদেরও ভালো লাগে। দর্শকদের উৎসাহ পেলে শরীরে নতুন শক্তি ফিরে আসে।
উল্লেখ্য, শরীরকে সুস্থ ও সবল রাখতে ভারোত্তোলন একটি জনপ্রিয় ব্যায়াম। বিশেষ করে বাহুর পেশিশক্তি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।