• আপডেট টাইম : 13/12/2025 09:57 PM
  • 55 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, দৌলতপুর (কুস্টিয়া)
  • sramikawaz.com


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান লস্কর ও দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা বাজারে থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...