কুষ্টিয়ার দৌলতপুরে হেলমেট পরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের গুলিতে কৃষক রফিক মন্ডল (৪৮) নিহত হওয়ার ঘটনায় ফারুক হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট শুক্রবার সকালে হত্যা মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। এরআগে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশের দাবি, কৃষক রফিক মন্ডল তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আল আমিন নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নেয়। কিন্তু একাধিকবার চাওয়ার পরও সেই টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে আল আমিন ভাড়াটিয়া সুটারদের দিয়ে রফিক মন্ডলকে গুলি করে হত্যা করে।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে একটি চায়ের দোকানের মাচায় বসে থাকা অবস্থায় দু’টি মোটরসাইকেল যোগে আসা হেলমেটধারী ৫জন সন্ত্রাসী রফিক মন্ডলকে কাছ থেকে গুলি করে। এ সময় রফিক মন্ডল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং পালানোর সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয় আরো দু’জন। নিহত রফিক মন্ডল একই গ্রামের মৃত মতা মন্ডলের ছেলে। আহতরাও একই গ্রামের রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ আলী (৫৫)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর রাতেই দৌলতপুর থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফারুক হোসেনকে আটক করে। সে পচাভিটা গ্রামের ফুলচাঁদ আলীর ছেলে।
এদিকে গতকাল শুক্রবার সকালে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৭। মামলায় আসামি করা হয় অজ্ঞাত।
পুলিশ সূত্র আরো জানায়, ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে আল আমিন নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন রফিক মন্ডল। তবে দীর্ঘ দিনেও সে টাকা পরিশোধ করতে না পারায় চরমভাবে ক্ষুব্ধ হোন আল আমিন।
বৃহস্পতিবার কৃষক রফিক মন্ডল ও তার স্ত্রী ব্যাংক থেকে ৫৪ হাজার টাকা তুলেছেন বলে খবর পান পাওনাদার আল আমিন। পরে ধারের টাকা পরিশোধ করা নিয়ে কামালপুর বাজারে আল আমিনের সঙ্গে রফিক মন্ডলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল আমিন তার ভাড়া করা সুটারদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে রফিক মন্ডলকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত রফিক মন্ডল মন্ডল পচাভিটা গ্রামের রাস্তার পাশে মাচায় চা পান করার জন্য বসেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর এসআই মহসিন আলী এসব তথ্য নিশ্চিত করেন।
কৃষক হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, হেলমেটধারী দূর্বৃত্তদের গুলিতে রফিক নিহত হওয়ার ঘটনায় ফারুক হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিঞ্জাসবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শরীফুল ইসলাম
কুষ্টিয়া।
এ জাতীয় আরো খবর..