আমরা গত কয়েকদিনে বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনাপ্রত্যক্ষ করেছি যেখানে ক্যামিকেল বিস্ফোরণ অন্যতম অনুষঙ্গ হিসেবেকাজ করেছে। এসব দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শোক জ্ঞাপন করছি এবং আহত ও নিহতদের
পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উদ্ধার অভিযানে প্রতিবারই ফায়ার সার্ভিস কর্মীগণ বীরত্বপূর্ণ ভ‚মিকারেখে চলেছেন; শ্রমিক নিরাপত্তা ফোরাম ও আয়োজক সংগঠনসমূহের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতাজানাই।
আমরা, শ্রমিক নিরাপত্তা ফোরাম- বাংলাদেশের নেতৃত্বশীল জাতীয় ট্রেড ইউনিয়ন
ফেডারেশনসমূহ এবং শ্রমিক অধিকার ওমানবাধিকার সংগঠনসমূহ যৌথভাবে আজ এখানে একত্রিত হয়েছি আমাদের ক্ষোভ, উদ্বেগ ও করণীয় সম্পর্কে সরকার,
কারখানা মালিক, শ্রমিক নিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদেরকে জানাতে। আশা করবো, আমাদের সাংবাদিকভাইবোনেরা নির্দ্বিধায় আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরবেন, সরকার-মালিক-নিয়োগকারী-ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট
সকলের কাছে এসব দাবি ও সুপারিশ পৌঁছে দিতে সহযোগিতা করবেন।
আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং আলোচনায় অংশ নেবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ, ইন্ডাস্ট্রিঅলবাংলাদেশ কাউন্সিল- আইবিসি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- জিস্কপ, সলিডারিটি সেন্টার, সেফটি এসেসমেন্ট
ফর এমারজেন্সিস- সেফ-এর প্রতিনিধিসহ শ্রম সংস্কার কমিশন- ২০২৪ এর কয়েকজন সদস্য।প্রিয় সাংবাদিকবৃন্দ,আপনারা জানেন, অতি সম্প্রতি, গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬
জন শ্রমিক নিহত হয়েছেন।
১৭ অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে টাওয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতিহয়েছে। গত ১৯ অক্টোবর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও, ইতিপূর্বে সংঘটিত বড় বড় দুর্ঘটনা, যেমন- ২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতেবিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু যাদের মধ্যে অনেকেই ছিল কিশোর বয়সী, ২০২১ সালে ৯জুলাই হাসেম ফুডস কারখানায় ৫২ জনের মৃত্যু, ২০১৯ সালের ২০ ফেব্রæয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায়২রাসায়নিক গুদাম থেকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে ৭৭ জনের মৃত্যু, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েলকারখানায় বয়লার বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু, ২০১২ সালে ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ১১১ জনপোশাকশ্রমিকের মৃত্যু, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ১২৪ জনের মৃত্যু- আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতাকেইনির্দেশ করে; রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবস্থাপনা এবং বয়লার পরিচালনায় সংশ্লিষ্টদের অদক্ষতা এবং নিরাপত্তা বিষয়েপুরো সমাজেরই অজ্ঞতা-অবহেলাকে তুলে ধরে। এসব বিষয়ে অপর্যাপ্ত আইন এবং বিদ্যমান আইনকানুন বাস্তবায়নে দুর্বলতাপরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলছে।
এসব অগ্নিকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দুর্ঘটনা প্রতিরোধে আমরা কতটা অপ্রস্তুত! জাতীয় দৈনিকসংবাদপত্রের উপর ভিত্তি করে পরিচালিত বিল্স-এর জরিপে দেখা যায় যে, গত ২০১৮ সাল থেকে ২০২৫ সালের জুন মাস
পর্যন্ত সাড়ে সাত বছরে শিল্প-কারখানায় মোট ১৫২টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে যেখানে মোট নিহত হয়েছেন ১৩১ জন এবংআহত হয়েছেন ৫৭৮ জন। আবার, ২০২২ সাল থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সাড়ে তিন বছরে পোশাক কারখানা
ও অন্যান্য কারখানায় ক্যামিকেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মোট ১৩টি।
অগ্নি নিরাপত্তা, ভবন নিরাপত্তা, সিলিন্ডার, বিদ্যুত বা রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাব এবং সংশ্লিষ্টদের ব্যর্থতা, অবহেলা, অজ্ঞতা, আইন না মানার প্রবণতা ইত্যাদি বহুবিধ
কারণে সারাদেশের সকল কর্মক্ষেত্র আজ মৃত্যুকুপে পরিণত হয়েছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা আর মৃত্যুর বীভৎসতাআমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেই আদিম যুগে- কোনও বিচার নেই, কারও কোনও আইন মানার ইচ্ছে নেই, দৃষ্টান্তমূলক
কোনও শাস্তি নেই, এমনকি প্রকৃত অপরাধী কে, কারা দায়ী- এসব তথ্যও অজ্ঞাত কারণে অপ্রকাশ্যই থেকে যায়। একদিকে,একেক ঘটনার পর পরই তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠন আর আর অপরদিকে নতুন নতুন দুর্ঘটনায় পুরানো দুর্ঘটনাকে
বেমালুম ভুলে যাওয়া- এই দুষ্টচক্রের মধ্যেই প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছি আমরা।
মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, শ্রমিকদের আহাজারিপ্রশাসন আর মুনাফালোভী ব্যবসায়িক শ্রেণির লোভের কাছে একেবারেই তুচ্ছ ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সামান্য পরিমাণক্ষতিপূরণ দিয়েই দায়িত্বশীলেরা তাদের দায়িত্ব সম্পন্ন করছেন! আমাদের সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধ ছাড়া এইভয়াবহ অবস্থা থেকে আমরা বের হতে পারবো না।
আজকের এই সংবাদ সম্মেলনে আমরা সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে নি¤œরূপ বক্তব্য তুলে ধরছি:১। কর্মক্ষেত্রে ¯^াস্থ্য-নিরাপত্তা এবং রাসায়নিক দ্রব্য ও বিস্ফোরক মজুত সংক্রান্ত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের
কঠোর প্রয়োগ নিশ্চিত করুন:শ্রমিকদের স্বা স্থ্য ও নিরাপত্তা বিষয়ে আমাদের শ্রম আইনে বিভিন্ন বিধিবিধান বর্ণিত আছে। বিভিন্ন রাসায়নিক ও বিস্ফোরক
তৈরি, মজুত, ব্যবহার, বিক্রয়, পরিবহন ও আমদানি-রপ্তানি, বয়লার পরিচালনা, সিলিন্ডার ব্যবহার ইত্যাদি বিষয়ে রাষ্ট্রীয়পর্যায়ে বিভিন্ন আইনকানুন রয়েছে, যেমন- বিস্ফোরক আইন, বয়লার আইন ইত্যাদি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন,
প্রক্রিয়াকরণ, মজুতকরণ, পরিবহন, ডাম্পিং ইত্যাদি বিষয়ে পরিবেশ আইনেও সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে।
বিস্ফোরকপরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিভিন্নভাবে এসব বিষয়ে দায়িত্বপাপ্ত। অগ্নি নির্বাপনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সাগরে জীবনের নিরাপত্তা বিষয়ক সোলাস (সেফটি অব লাইফ অ্যাট সি) কনভেনশন, ১৯৭৪বাংলাদেশ অনু¯^াক্ষর করেছে। এ কনভেনশনের আওতায় বিপজ্জনক পণ্য নিয়ে আন্তর্জাতিক নৌ সংস্থা প্রণীত‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস বা আইএমডিজি কোড’ আছে যা মেনে চলা বাধ্যতামূলক।
এ কোডের আওতায়৩বিভিন্ন ক্যাটাগরির পণ্য যেমন- রাসায়নিক, বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য তরল ও কঠিন পদার্থ, বিষাক্ত, তেজস্ক্রিয়,
জারণ পদার্থ ইত্যাদি পণ্য পরিবহন থেকে শুরু করে সংর¶ণে কী কী পদ¶েপ নেওয়া হবে, তার নীতিমালা আছেআইএমডিজি কোডে।আমরা মনে করি, স্বা স্থ্যনিরাপত্তা এবং রাসায়নিক দ্রব্য ও নিরাপত্তা সংক্রান্ত সকল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের বিধিবিধানপরিপালনে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্টদেরযেসব ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ঘাটতি ও সীমাবদ্ধতা আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে।
রাষ্ট্রীয় আইনেপ্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনতেহবে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের মধ্যে শক্তিশালী ও কার্যকর সমš^য় কাঠামো গড়ে তুলতে হবে। একটিসমšি^ত ও শক্তিশালী পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে ট্রেড ইউনিয়নও সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে যুক্ত করতে হবে। বর্তমানে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ চলমান আছেসেখানে নিরাপত্তা ও আইন লক্সঘনের শাস্তি সংক্রান্ত বিধিবিধান আরও কঠোর করা দরকার বলে আমরা মনে করি।
২। দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যান্যদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরুন।
লক্ষ্য করা গেছে যে, বিভিন্ন দুর্ঘটনায় শ্রমজীবীসহ যারা আহত-নিহত হয়েছেন তাদের জন্য নামমাত্র পরিমাণ আর্থিকসহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা প্রতিটি দুর্ঘটনায় ভিকটিমদের জন্য আইএলও কনভেনশন ১২১ অনুসারে জীবনব্যাপী
আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি। এক্ষেত্রে, রানা প্লাজা ক্লেইম এডমিনিস্ট্রেশনের অনুরূপ একটিপ্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করে ভিকটিমদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ প্রয়োজন। শ্রম সংস্কার কমিশনওক্ষতিপূরণের একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং পঙ্গুত্ববরণকারী অক্ষম শ্রমিকদের পুনর্বাসন ও জীবনব্যাপী দীর্ঘমেয়াদি উন্নতচিকিৎসার সুপারিশ করেছে। পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিষয়েও কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে
যেগুলোর দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন। আমরা এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহবাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
৩। প্রতিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ, প্রতিবেদনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং ইতিপূর্বে সরকারেরঘোষিত প্রতিশ্রæতিসমূহের বাস্তবায়ন নিশ্চিত করুন।
আমরা লক্ষ্য করেছি যে, প্রতিটি দুর্ঘটনার পর প্রশাসনিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। দু:খজনক বিষয় হলো এসবতদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে আমরা বরাবরই অন্ধকারে থাকি। তদন্ত কমিটি কর্তৃক পরিচালিত তদন্ত সঠিক হলো কি
না, তদন্ত কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি কী হলো, দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক কোনওব্যবস্থা গ্রহণ করা হলো কি না, ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছে কি না- এসব বিষয় দৃষ্টির আড়ালেই থেকে
যায়। একটি দুর্ঘটনার পর আরেকটি আরেকটি দুর্ঘটনা ঘটলে পূর্বের ঘটনাটির গুরুত্ব হারিয়ে যায়; ফলে ফলোআপ করাওসম্ভবপর হয় না। আবার, প্রতিটি দুর্ঘটনার পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন, সেসব অঙ্গীকার
বাস্তবায়নের কথাও চাপা পড়ে যায়। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে ইতিমধ্যে সংঘটিত প্রতিটি দুর্ঘটনার তদন্তপ্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা, প্রতিবেদনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং বিভিন্ন সময়ে সরকারের ঘোষিত
প্রতিশ্রæতিসমূহের বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি, একটি তদন্ত কমিটির সুপারিশ ও দুর্ঘটনারকারণ পরবর্তী অনেক দুর্ঘটনা বন্ধে কাজ করতে পারে।
৪। বিভিন্ন দুর্ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের অবিলম্বে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন:আমরা অত্যন্ত উদ্বেগজনকভাবে লক্ষ্য করেছি যে, বিভিন্ন সময় দেশে ক্যামিকেল বিস্ফোরণ, বয়লার বিস্ফোরণ ইত্যাদি কারণে
ভয়াবহ বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এসব ক্ষেত্রে প্রাকৃতিক কারণের চেয়েমানবসৃষ্ট কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনও ঘটনারই প্রকৃত দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করা যায়নি। বরং, ক্ষমতাবানদের ছত্রছায়ায় কিংবা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার মাধ্যমে প্রকৃত দায়ীব্যক্তিরা দায় এড়ানোর অপচেষ্টায় লিপ্ত আছে। এক যুগের বেশি সময় পার হলেও আলোচিত রানা প্লাজা ও তাজরীনের
মামলা শেষ হয়নি, দায়ীদের শাস্তি হয়নি। এমন প্রেক্ষিতে, বিভিন্ন দুর্ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের অবিলম্বে দ্রুত বিচার ওদৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
৫। দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপত্তা উন্নয়ন ও মনিটরিং কার্যক্রমে স্থানীয় সরকার ও কমিউনিটিকে সম্পৃক্ত করার ব্যবস্থা করুন:
আমরা লক্ষ্য করেছি যে, কোনও দুর্ঘটনা ঘটলে কেবল সেখানকার শ্রমিক-কর্মকর্তা-মালিকরাই ক্ষতিগ্রস্ত হন এমন নয়,কমিউিনিটির মানুষদের উপরও ব্যাপক বিরূপ প্রভাব ফেলে।
অনেকক্ষেত্রে দেখা গেছে যে, কমিউনিটির মানুষও আহতনিহত হয়েছে, সম্পদেরও বিস্তর ক্ষতি হয়েছে, স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি, নিরাপত্তা ইস্যুটিকেকেবল কারখানার অভ্যন্তরীণ বিষয় হিসেবে না দেখে এটিকে জাতীয় ইস্যু হিসেবে দেখা দরকার। এক্ষেত্রে প্রতিটি কারখানায়
শ্রম আইন মোতাবেক বাধ্যতামূলকভাবে সেইফটি কমিটি গঠনসহ কমিউনিটি পর্যায়েও সেইফটি কমিটি গঠন করা এখনসময়ের দাবি।
এক্ষেত্রে, স্থানীয় সরকারের নেতৃত্বে সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার সমš^য়ে ‘এলাকাভিত্তিকসেইফটি কমিটি’ গঠনের প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানাচ্ছি। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সহায়তায় কারখানা ওএলাকা পর্যায়ে নিয়মিত অগ্নি মহড়া নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিভিন্ন সময় দেখা গেছে যে, সিঁড়ি তালাবদ্ধ থাকারকারণে আগুনের ধোঁয়ার কারণেও অনেকে আহত-নিহত হয়েছে। স্থানীয় সরকারের তত্ত¡াবধান থাকলে এবং শ্রমপরিদর্শকদের নিয়মিত পরিদর্শন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে আমরা বিশ্বাস করি। নিরাপত্তা ইস্যুতেস্থানীয় সরকার, স্থানীয় জনগণ ও কারখানা কর্তৃপক্ষ সমš^য় করে কাজ করলে মনিটরিং ব্যবস্থাও জোরদার হবে, আবারদুর্ঘটনায় ক্ষয়ক্ষতিও কমানো যাবে বলে আমরা মনে করি। প্রতিটি কারখানায় ও এলাকা পর্যায়ে নিরাপত্তা উন্নয়নে বিশেষউদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে, বিস্ফোরক পরিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, প্রধান বয়লারপরিদর্শকের কার্যালয়সহ নিরাপত্তা ইস্যুতে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞ ব্যক্তিও স্থানীয় সরকার প্রতিনিধি সমš^য়ে প্রতি তিন মাস বা ছয় মাস পর পর ঝুঁকি বিশ্লেষণপূর্বক চিহ্নিত সমস্যা সমাধানের জন্যএকটি কার্যকর কৌশল নির্ধারণের দাবি জানাই।
৬। নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নিন:
বাংলাদেশ শ্রম আইন, বিস্ফোরক আইন, বয়লার আইনসহ নিরাপত্তা সংক্রান্ত আইন ও বিধিমালাসমূহ যুগোপযোগী ওহালনাগাদ করা আবশ্যক। ২০১৩ সালে প্রণীত জাতীয় পেশাগত নিরাপত্তা ও সেইফটি নীতিমালা অবিলম্বে শতভাগ
বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দাবি জানাই। পাশাপাশি নিরাপত্তা বিষয়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন নীতিমালা এবং আন্তর্জাতিকদলিলাদির গাইডলাইন অনুসরণে বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত আইনকানুন ব্যাপকভাবে সংস্কার করা প্রয়োজন। জাতীয়শিল্প ¯^াস্থ্য ও সেইফটি কাউন্সিলকে সক্রিয় করে নিরাপত্তা উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া প্রয়োজন।
৫৭। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করুন:
আপনারা অবগত আছেনযে, গত ২১ এপ্রিল, ২০২৫ শ্রম সংস্কার কমিশন একটি বিস্তারিত সুপারিশমালা সরকারকে দাখিলকরেছে সেখানে নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত অনেক সুপারিশ রয়েছে। এ সকল সুপারিশ বাস্তবায়নের জন্য অবিলম্বে কার্যকর
উদ্যোগ নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
৮। সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা জোরদার করুন:
দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনও বিকল্প নেই। অনেকেই নিরাপত্তা বিষয়ে কোনও ধারণা না পেয়েই ক্যামিকেলনিয়ে কাজ করেন। আবার, বিভিন্ন বিস্ফোরক ও দাহ্য পদার্থ কোথায় কিভাবে সাজিয়ে রাখতে হবে সে সম্পর্কে না জেনেইএগুলোর ব্যবস্থাপনার সাথে জড়িত হচ্ছেন। মূলত: জাতীয় পর্যায়ে এতদসংক্রান্ত প্রচার-প্রচারণা এতটাই কম যে সাধারণমানুষ সচেতন হবার কোনও উপায়ই নেই। সরকারি গণমাধ্যমসহ বেসরকারি মিডিয়াগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসারআহŸান জানাই।
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকা, উদ্ধার কৌশল, প্রয়োজনীয় ফোন নম্বর ও যোগাযোগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবং নিরাপত্তা উন্নয়নে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা জোরদার করুন।
প্রিয় সাংবাদিক ভাইবোনেরা,আপনারা জানেন, বাংলাদেশের প্রায় ৯০% শ্রমিকই এখনও পর্যন্ত শ্রম আইনের সুরক্ষার বাইরে রয়ে গেছে যাদের নিরাপত্তা
ও অধিকার প্রতিনিয়ত ক্ষুণœ হচ্ছে, অথচ তাদের জীবন বাঁচানোর প্রাতিষ্ঠানিক কোনও উদ্যোগ অদ্যাবধি গৃহীত হয়নি।
কর্মক্ষেত্রে নিরাপত্তা বিঘিœত হলে শ্রমিক আহত-নিহত হন, পঙ্গুত্ব নিয়ে পরিবারের বোঝা হয়ে বাঁচতে হয় শ্রমিককে। পরিবারে
অশিক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো ঘটনা বেড়ে যায় যার নেতিবাচক প্রভাব পড়ে রাষ্ট্রে, সমাজে, দেশের সার্বিকঅর্থনীতিতেও। আমরা দেখেছি, রানা প্লাজা’র পর বিদেশি সহায়তায় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জন্য প্রচুর
প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে, যদিও এগুলো হয়েছে তৈরি পোশাক খাতকে ফোকাস করে, তারপরও প্রত্যাশিতপরিবর্তন দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না। অনানুষ্ঠানিক খাতের চিত্র আরও ভয়াবহ, আইন ও মিডিয়া ফোকাসের বাইরে থাকায় এসব
খাতের শ্রমিকদের কর্মপরিবেশ, স্বা স্থ্য-নিরাপত্তা বা দুর্ঘটনার চিত্র আমাদের চোখের সামনেই আসে না। আমরা অবশ্যইসকল সেক্টরের সকল শ্রমিকের নিরাপত্তা উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে আহŸান জানাচ্ছি। আমরা
ইতিমধ্যে জেনেছি যে, সরকার নারীর প্রতি সহিংসতা ও হয়রানি নিরসন সংক্রান্ত আইএলও কনভেনশন ১৯০ এবং পেশাগত স্বা স্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইএলও কনভেনশন ১৫৫ ও ১৮৭ রেটিফাই বা অনুসমর্থন করতে যাচ্ছে। এগুলো আমাদেরও
দীর্ঘদিনের দাবি ছিল। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করবো, এসব কনভেনশন রেটিফিকেশনকরার পরে রাষ্ট্রের আইনকানুন সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের দিকে সরকার মনোযোগী হবে।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ আমরা আপনাদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলসহ দেশবাসীর কাছে আহŸান করছি,নিরাপত্তাকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে প্রতিটি কর্মক্ষেত্র, দেশ ও সমাজে নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলারউদ্যোগ নিন, প্রতিটি মানুষকে ‘সুরক্ষিত’ মানুষ হিসেবে বাঁচতে দিন। নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলায় শ্রমিক নিরাপত্তাফোরাম সবাইকে সাথে নিয়েই কাজ করবে। সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতেপারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা জীবনের নিরাপত্তা চাই, জীবিকার নিরাপত্তা চাই।
আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ। আসুন‘সবার আগে, সবার জন্য, সবাই মিলে নিরাপদ কাজের সংস্কৃতি গড়ে তুলি।’
৬
সুপারিশসমূহের সারসংক্ষেপ:১. কর্মক্ষেত্রে স্বা স্থ্য-নিরাপত্তা এবং রাসায়নিক দ্রব্য ও বিস্ফোরক মজুত সংক্রান্ত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন ও
বিধিবিধানের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ
করা।
২. বর্তমানে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ চলমান আছে সেখানে নিরাপত্তা ও আইন লক্সঘনের শাস্তি সংক্রান্ত
বিধিবিধান আরও কঠোর করা।
৩. জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা ও গাইডলাইন অনুসরণে বাংলাদেশের শ্রম আইন, বিস্ফোরক আইন, বয়লার
আইন, পরিবেশ আইন ইত্যাদি আইন যুগোপযোগী ও হালনাগাদ করা।
৪. বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও
বিভাগের মধ্যে সমšি^ত ও শক্তিশালী পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে
ট্রেড ইউনিয়ন ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে যুক্ত করা।
৫. রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ঘাটতি ও সীমাবদ্ধতাচিহ্নিত করা এবং এগুলো দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৬. দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত পরিবার ও অন্যান্যদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসা ওপুনর্বাসন নিশ্চিত করা। এক্ষেত্রে আইএলও কনভেনশন ১২১ অনুসারে জীবনব্যাপী আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ
প্রদান এবং রানা প্লাজা ক্লেইম এডমিনিস্ট্রেশনের অনুরূপ একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনপূর্বক ক্ষতিপূরণেরপরিমাণ নির্ধারণ করা।
৭. প্রতিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ, প্রতিবেদনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং ইতিপূর্বে সরকারেরঘোষিত প্রতিশ্রæতিসমূহের বাস্তবায়ন নিশ্চিত করা।
৮. বিভিন্ন দুর্ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের অবিলম্বে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
৯. দুর্ঘটনা প্রতিরোধ কারখানা ও কমিউনিটিভিত্তিক সেইফটি কমিটি গঠন, নিরাপত্তা উন্নয়ন ও মনিটরিং কার্যক্রমেস্থানীয় সরকার ও কমিউনিটিকে সম্পৃক্ত করা। কর্মক্ষেত্রগুলোতে নিয়মিত অগ্নি মহড়া ও ঝুঁকি নিরূপণ করে নিরাপত্তা
উন্নয়নে কার্যকর কৌশল তৈরি করা।
১০. জাতীয় শিল্প স্বা স্থ্য ও সেইফটি কাউন্সিলকে সক্রিয় করে নিরাপত্তা উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।
১১. নিরাপত্তা উন্নয়ন বিষয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে সরকার কর্তৃক কার্যকর উদ্যোগ গ্রহণকরা।
১২. সরকারি গণমাধ্যমসহ বেসরকারি মিডিয়াগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা জোরদার করা।