• আপডেট টাইম : 02/07/2025 09:48 AM
  • 229 বার পঠিত
  • প্রেস বিজ্ঞিপ্তি
  • sramikawaz.com

 

গত ২৯ জুন ভোরে গাজীপুর জেলার কোনাবাড়ীতে অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেড নামক গার্মেন্ট কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় নামে এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক নিরাপত্তা ফোরামের নের্তৃবৃন্দ ও শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্যরা।

তারা বলেন, গ্রীনল্যান্ড গার্মেন্টেসের শ্রমিকদের ভাষ্য অনুসারে নিহত হৃদয় উক্ত কারখানায় ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। কারখানা কর্তৃপক্ষ গত ২৮ জুন সকালে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে তার হাত পা বেঁধে কাঠের বাটাম দিয়ে নির্মমভাবে প্রহার করে।

কারখানা মালিকের পোষা সন্ত্রাসীদের নির্মম অত্যাচারে হৃদয় মারাত্মক ভাবে আহত হলেও কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত চিকিৎসা করানোর পরিবর্তে ফাঁকা কক্ষে আটকে রাখে।

হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে কয়েক ঘন্টা পরে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ঐদিনই হৃদয়ের মৃত্যু হয়।

হৃদয় মৃত্যুবরণ করলেও কারখানা কর্তৃপক্ষ হৃদয়ের পরিবার কে অবহিত না করে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করে। তারা আরো বলেন- এসব ঘটনা শিল্প সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যা কোনভাবেই মেনে নেয়া যায় না এবং এরূপ অবক্ষয় প্রতিহত করতে হবে।

 

শ্রমিক নিরাপত্তা ফোরাম মনে করে কর্মক্ষেত্রে প্রতিটি শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকের। কিন্তু গ্রীনল্যান্ড গার্মেন্ট কর্তৃপক্ষ শ্রমিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্টো হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপার দেওয়ার চেষ্টা করেছে তাই মালিককে এই হত্যাকান্ডর দায় নিতে হবে।

শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) অবিলম্বে হৃদয় হত্যার সুষ্ট তদন্ত ও বিচারের দাবি করছে এবং সেই সাথে কারখানা সহ সকল জায়গায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...